উবার/লিফট ট্যাক্স ট্রিটমেন্ট
হাসান ফয়সল: যখনই আপনি রাইড শেয়ার কোম্পানিতে ড্রাইভিং করবেন যেমন উবার, লিফট তখন আপনি এমপ্লয়ী হিসেবে বিবেচিত হবেন না। আপনি হবেন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অর্থাৎ সেল্ফএমপ -য়েড। আপনার ইনকাম এবং খরচ স্কেজুয়েল সি তে রিপোর্ট করতে হবে এবং নেট প্রফিটের উপর রেগুলার ট্যাক্স পে করার পাশাপাশি সেলফ এমপ্ল য়েড ট্যাক্স পে করতে হবে। সেলফ এমপ্ল য়েড ট্যাক্স রেট হলো ১৫.৩%, যার মধ্যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ১২.৪% এবং মেডিকেয়ার ট্যাক্স ২.৯%।বছরে ৪০০ ডলারের উপর ইনকাম হলে ট্যাক্স ফাইল করা বাধ্যতামূলক। যারা রাইড শেয়ার কোম্পানিতে কাজ করেন তারা সাধারণত তিনটি ট্যাক্স ডকুমেন্টস পান যেমন 1099-K, 1099-Misc এবং ইনকাম সামারি। রাইডার্স যে এমাউন্ট পে করেন সেটা রিপোর্ট হয় 1099-K তে আর উবার /লিফট সরাসরি যে এমাউন্ট পে করে সেটা রিপোর্ট হয় 1099-Misc এ যেমন ইন্সেন্টিভ পেমেন্ট, ড্রাইভার রেফারেল পেমেন্ট, জয়েন্ট এন্ড সাপোর্ট পেমেন্ট। 1099-K পেতে হলে কমপক্ষে ২০০ রাইড দিতে হবে এবং ২০০০০ ডলার পেমেন্ট রেসিভড করতে হবে। 1099-Misc এর জন্য মিনিমাম ইনকাম হতে হবে ৬০০ ডলার। আপনাকে ইনকাম রিপোর্ট করতে হবে 1099-K অথবা 1099-Misc পান বা না পান। ইনকাম সামারি স্টেটমেন্টে যে গ্রোস ইনকাম থাকে সেটা হলো 1099-K এবং 1099-Misc এর যোগফল। রাইড শেয়ার কোম্পানিতে কাজ করলে রিলেটেড যে খরচ হবে সেটা ট্যাক্স ডিডাক্টেবল। প্রথমেই মনে আসে কারের খরচ। কারের খরচের জন্য দুটি অপশন আছে যেমন স্ট্যান্ডার্ড মাইলেজ রেট ও অ্যাকচুয়াল এক্সপেন্স। কিন্তু আপনাকে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে। কোনো এক বছর যদি আপনি অ্যাকচুয়াল এক্সপেন্স গ্রহণ করেন পরবর্তী বছর গুলোতে অ্যাকচুয়াল এক্সপেন্সই নিতে হবে। স্ট্যান্ডার্ড মাইলেজ রেট হলো প্রতি মাইলে ৫৮ সেন্টস। এটি শুধু মাত্র বিজনেস মাইলের ক্ষেত্রে প্রযোজ্য। স্টেটমেন্টে যে মাইলেজ দেয়া থাকে সেটি হলো শুধু মাত্র ফেয়ার পিক আপ থেকে ডেলিভারি পর্যন্ত। অর্থাৎ আপনার আরো এডিসনাল মাইলেজ থাকতে পারে। স্ট্যান্ডার্ড মাইলেজ নেয়ার পর ও আপনি টোল, পার্কিং ফিস, অটো লোন ইন্টারেস্ট এবং পার্সোনাল প্রপার্টি ট্যাক্স খরচ হিসেবে ডিডাক্ট করতে পারেন। সর্বোচ্চ ৪টি কারের জন্য স্ট্যান্ডার্ড মাইলেজ রেট নেয়া যায়। অ্যাকচুয়াল এক্সপেন্সের আওতাভূক্ত হলো গ্যাস, অয়েল, রিপেয়ার, ইন্সুরেন্স, মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন ইত্যাদি। আপনি যদি পার্সোনাল গাড়িটি উবার অথবা লিফটের জন্য চালান তাহলে বিজনেস পোর্শনটি অ্যাকচুয়াল এক্সপেন্স হিসেবে গণ্য হবে। ফুললি ডিডাক্টিবল এক্সপেন্স হলো কমিশন, ডিভাইস সাবস্ক্রিপশন্স, সেলস ট্যাক্স, ব্য াক কার ফান্ড, সিটি ফিস, এয়ারপোর্ট ফিস, স্পি ট ফেয়ার ফিস, সেফ রাইডার্স ফিস। কেবল মাত্র রাইডার্সের জন্য বরাদ্দকৃত রিফ্রেশমেন্ট খরচ হিসাবে দেখানো যায়। আপনি এক্সক্লোসিভলি বিজনেসের জন্য যে সেল ফোনটি ইউজ করেনসেটিও ডিডাক্ট করতে পারেন। আপনি আন্ডার পেমেন্ট পেনাল্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এস্টিমেটেড কোয়ার্টারলি ট্যাক্স পে করতে পারেন। এস্টিমেটেড কোয়ার্টারলি ট্যাক্স দুই ভাবে পে করা যায়, একটি ওয়ে হলো অনলাইন আরেকটি হলো পেপার ফাইল। পেপার ফাইলের জন্য ঋড়ৎস 1040-ES ইউজ হয়। বিস্তারিত তথ্য জানতে 6467307321
Hasan Faisal, Ms in Accounting
642 walden Ave Upper, Buffalo NY 14211