এল.এল.সি সম্পর্কে প্রাথমিক ধারণা
লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (এল.এল.সি) একটি ব্যবসায়িক সত্ত্বা যেটি স্টেট আইন দ্বারা গঠিত হয়। প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদা আইন, তাই এল.এল.সি গঠনের আগে রুলস রেগুলেশন ভালো করে দেখে নেওয়া উচিত। কিছু কিছু বিজনেস এল এল সি হতে পারে না যেমন ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স কোম্পানী। প্রত্যেকটি এল.এল.সি’র জন্য আলাদা আলাদা ঊওঘ নাম্বারের প্রয়োজন হয় যেটি আই.আর.এস থেকে আনতে হয়।
এল.এল.সির ওনারদের মেম্বার বলা হয়। একটি এল.এল.সিতে এক বা একাধিক ওনার থাকতে পারেন। লিমিটেড লায়াবিলিটি কোম্পানি কর্পোরেশনের মতো সেপারেট এনটিটি না, এটি একটি পাস থ্রু এনটিটি অর্থাৎ প্রফিট লস ওনারের কাছে চলে যায় এবং এটি পার্সোনাল ট্যাক্স রিটার্ন এ রিপোর্ট করতে হয়। এল.এল.সি সাধারণত সরাসরি ফেডারেল ট্যাক্স পে করে না কিন্তু কিছু কিছু স্টেট অ্যানুয়াল ট্যাক্স আরোপ করে। এল.এল.সি যদি ওয়ান মেম্বার হয়, ট্যাক্স ট্রিটমেন্ট হবে সোল প্রোপাইটরশীপের মতো এবং ইনকাম এক্সপেন্সেস রিপোর্ট হবে স্কেজুয়াল সি তে এবং সাবমিট হবে ১০৪০এর সাথে। ফিউচার এক্সপেন্সেস কাভার করা অথবা বিসনেস এক্সপেনশনের জন্য প্রফিট যদি কোম্পানি একাউন্টে জমা রাখা হয় তবুও প্রফিটের উপর ট্যাক্স পে করতে হয়। যদি মাল্টি ওনার এল.এল.সি হয়, ট্যাক্স ট্রিটমেন্ট হবে পার্টনারশীপ এবং ফর্ম ১০৬৫ ব্যবহার করতে হয় ইনকাম এক্সপেন্সেস রিপোর্ট করতে। পার্টনারশীপ লেভেলে ট্যাক্স পে করা লাগে না।
এল এল সি প্রত্যেক মেম্বারকে K1 ফর্ম প্রদান করে যেখানে নিজ নিজ শেয়ারের প্রফিট, লস, ডিডাক্শন এবং ক্রেডিট উল্লে খ থাকে। K1 টি মেম্বারের পার্সোনাল ট্যাক্স রিটার্নের (ফর্ম ১০৪০) স্কেজুয়াল E তে যাবে এবং প্রফিট থাকলে ট্যাক্স পে করতে হবে। ফর্ম ৮৮৩২ পূরণের মাধ্যমে এসোসিয়েশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেক্ষেত্রে ট্যাক্স ট্রিটমেন্ট হবে ‘সি’ কর্পোরেশনের মতো। অর্থাৎ ইনকাম এবং এক্সপেন্সেস রিপোর্ট হয় ফর্ম ১১২০ তে এবং ট্যাক্স রেট হলো প্রফিটের ২১%। একটি এল.এল.সি কে ফর্ম ২৫৫৩ পূরণের মাধ্যমে সি কর্পোরেশন থেকে স্মল বিজনেস কর্পোরেশনে রূপান্তরিত করা যায়। স্মল বিজনেস কর্পোরেশনকে আমরা “এস” কর্পোরেশন হিসেবে জানি।
HASAN FAISAL, MS IN ACCOUNTING
CELL: 646.730.7321
642 WALDEN AVE, BUFFALO, NY 14215