করোনা, এবার যাও : মোহাম্মদ সারওয়ার
করোনা, এবার যাও
মোহাম্মদ সারওয়ার
করোনা, করোনা, চারদিকে তোমার ভয়,
করোনা, করোনা, কি করে তোমায় চিনতে হয়,
তোমারই চর্চা চলছে শুধু ঘরে কি বাহিরে,
দোকান পাট হাঁটে ঘাটে মসজিদ কি মন্দিরে|
দুচোক্ষে না দেখেও, তোমায় মোরা চিনেছি,
একে একে তাইতো সবাই ঘরের কোন লুকোচ্ছি,
ডাক্তার বলছে তুমি ভাইরাস,
আমরা বলি তুমি খাটাশ,
দেখিয়ে তুমি রাক্ষসী উল্লাস,
করছো হাজার প্রাণের নাশ |
হও যদি তুমি খোদার হুকুম,
করো ক্ষমা মোদের এইবারে,
না হলে মোরা করবো আর্জি
মহান স্বত্তার দরবারে|
করোনা, করোনা, এবার তুই সাবধান,
ঘোর এ বিপদে খোদা মোদের মেহেরবান,
বাঁচা মরার সন্দ্বীক্ষনে করবো তাই জয়গান,
ওই স্বত্তার, যিনি আল্লাহ, যিনি রাহিম রহমান|
Comments