Wednesday, June 7, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


ক্যানজিংটনে বাংলাদেশী মালিকানাধীন স্যাম্পস পিজ্জা এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

By বাফেলো বাংলা , in Blog Food , at জানুয়ারী 11, 2020

বাফেলোবাংলা রিপোর্ট: বাফেলো শহরে আরেকটি বাংলাদেশী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হল। গত ২৭ ডিসেম্বর, শুক্রবার ১৩৯৩ ক্যানজিংটন এভিনিউতে হালাল ফুডের প্রতিষ্ঠান স্যাম্পস পিজ্জা এন্ড রেস্টুরেন্ট শুভযাত্রা শুরু করে।উদ্বোধনী দিবস থেকে বাফেলোর বাংলাদেশী কমিউনিটি ছাড়াও স্থানীয়রা স্যাম্পস পজ্জায় ভিড় জমাতে থাকে। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওসমান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী। তিনি এ ছাড়াও একই সাথে আরো কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাফেলো শহরে ক্রমবর্ধিষ্ণু বাংলাদেশী কমিউনিটি ধারাবাহিক ভাবে যে সাফল্যের দৃষ্টান্ত উপস্থাপন করছে তা গর্বের। তিনি শুধু ব্যবসা নয়, সেবা দানের মানসিকতা নিয়ে হালাল ফুডের এ রেস্টুরেন্টটি উদ্বোধন করেছেন বলে জানান।
জ্যাম্পস পিজ্জা এন্ড রেস্টুরেন্টে বিভিন্ন স্বাদের পিজ্জা ছাড়াও উইংস, সাবস, জায়রো, ফ্রাইজ, স্যান্ডুইসেস, সালাদ এবং ইন্ডিয়ান ডিসেস রয়েছে বলে তিনি জানান। মোহাম্মদ ওসমান সবাইকে স্যাম্পস পিজ্জা এন্ড রেস্টুরেন্টে আসার অনুরোধ করেন। সার্বিক যোগাযোগ : ৯১৭-৬২৪-৬৪২৩

bn_BDBengali