Monday, December 4, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


ক্রন্দন || এড্ভোকেট মো: শহীদুল্লাহ্

By বাফেলো বাংলা , in Blog Buffalo Bangla , at জুন 6, 2020

ক্রন্দন
এড্ভোকেট মো: শহীদুল্লাহ্
বন্দ হয়ে গেছে কোর্ট কাচারী
অফিস আদালত সিটি হল ।
কোথাও নেই আর প্রাণ চন্চল
কেউ আর করেনা কল
হারিয়ে গেছে মনবল ।
মৃত্যুর মিছিল দেখে দেখে
দেশ জাতি বিশ্ববাসী গেছে পুরো রসাত¦ল।
হার মেনেছে সব শক্তিধর নেতানেএীর দল।
বন্দ হয়ে গেছে ডাউন টাউন
আপ টাউন সব সিটি হল ।
সবাই পরামর্শ চাচ্ছে কেবল
ভাই এখন কি করব তাই বল
উওর একটায় ছিহ্ন হয়ে গেছে
সব আন্তরিক বন্দন ।
বললাম কাজ একটায় রয়েছে বাকী
স্বগৃহে বন্িদ হয়ে কেবল
আল্লাহর কাছে ক্রন্দন ।
সেখানেই পাবেন কিছুটা সুখময় স্পন্দন
তাই চরম তওবা কওে কেবল চালাতে থাকুন
মহান আল্লাহ্র কাছে ক্রন্দন ।

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।