Monday, October 2, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


ট্যাক্স আপডেট ২০২০

By বাফেলো বাংলা , in Blog Tax , at জানুয়ারি 6, 2020

হাসান ফয়সল

ট্যাক্স ইয়ার ২০১৯, ট্যাক্স রিটার্ন শুরু হবে জানুয়ারী ২০২০ থেকে এবং চলতে থাকবে এপ্রিল ১৫ পর্যন্ত। প্রত্যেক বছরেই ট্যাক্স মৌসুমে কিছু না কিছু পরিবর্তন আসে, কিছু অ্যাড হয়, কিছু বাদ হয়। তাছাড়া ইনফ্লেসনের কারণে এমাউন্টের পরিবর্তন আসে।আবার পুরাতন আইনের সাথে কিছু শর্ত জুড়ে দেয়া হয়। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন যে ফর্মে করা হয় সেটি হলো ১০৪০।১০৪০ ফর্ম এই বছর চেঞ্জ করা হয়েছে এবং লাইন বাড়ানো হয়েছে। ১০৪০-ঝজ নামে আরো ১টি ট্যাক্স ফর্ম অ্যাড করা হয়েছে , যেটি শুধু মাত্র সিনিয়র ট্যাক্স পেয়ারদের জন্য ইউজ করা হবে। ফন্ট সাইজটি অনেক লার্জ যেন পড়তে সহজ হয়। গত বছর ৬টি স্কেজুয়াল ছিল, এ বছর তিনটি স্কেজুয়াল রাখা হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন কিছুটা বেড়েছে। সিঙ্গেল এবং মেরিড ফাইলিং সেপারেটলির জন্য ১২২০০ ডলার, হেড অফ দি হাউস হোল্ডের জন্য ১৮৩৫০ ডলার এবং ম্যারিড ফাইলিং জয়েন্টলির জন্য ২৪৪০০ ডলার স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে রাখা হয়েছে।বিগত কয়েক বছর যাবৎ হেলথ ইন্সুরেন্স না থাকলে ট্যাক্স পেয়ারকে পেনাল্টি গুনতে হতো। এ বছর এই আইনের ধারাটি বাতিল হয়ে গেছে অর্থাৎ হেলথ ইন্সুরেন্স না থাকার কারণে আর পেনাল্টি লাগতেছে না।২০১৯ ট্যাক্স রিটার্নে ট্যাক্স ব্র্যাকেট ৭টি যথা ১০%, ১২%, ২২%, ২৪%, ৩২%, ৩৫% এবং ৩৭%। ৪০১শ কন্ট্রিবিউশন লিমিট বৃদ্ধি পেয়ে ১৯০০০ ডলার হয়েছে এবং যাদের বয়স ৫০ এর বেশি তাদের জন্য অতিরিক্ত ৬০০০ ডলার ক্যাচ আপ কান্ট্রিবিউশন হিসেবে রাখা হয়েছে। ওজঅ কন্ট্রিবিউশন লিমিট বৃদ্ধি পেয়ে ৬০০০ ডলার হয়েছে এবং যাদের বয়স ৫০ এর বেশি তাদের জন্য অতিরিক্ত ১০০০ ডলার ক্যাচ আপ কান্ট্রিবিউশন হিসেবে রাখা হয়েছে। ঐঅঝ কনট্রিবিউশন লিমিট এ বছর বৃদ্ধি পেয়ে হলো ৩৫০০ ডলার সেলফ কভারেজের জন্য এবং ফ্যামিলি কাভারেজের জন্য ৭০০০ ডলার। অগঞ এক্সেম্পশন এ বছর সিঙ্গেল ফাইলের জন্য ৭১৭০০ ডলার, ম্যারিড ফাইলিং সেপারেটলির জন্য ৫৫৮৫০ এবং ম্যারিড ফাইলিং জয়েন্টলির জন্য ১১১৭০০ ডলার রাখা হয়েছে। এলিমোনি পেমেন্ট নুতন করে আর ডিডাক্ট হবে না। ক্যাপিটাল গেইন রেট এই বছর পরিবর্তন হয়নি।ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট ০%, ১৫%বা ২০% হতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করে ট্যাক্স ব্রাকেটের উপর। যারা এ বছর আইটেমাইজড ডিডাকশন নিবেন তাদের জন্য মেডিকেল এক্সপেন্স ডিডাকশন থ্রেসহোল্ড বেড়ে গেছে। বিস্তারিত তথ্য জানতে 6467307321
Hasan Faisal, Ms in Ac-counting, 642 walden Ave Upper, Buffalo NY 14211

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।