Monday, October 2, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


দারুল উলুম আল-মাদানিয়া বাফেলো কর্তৃক আয়োজিত বার্ষিক হিফস্ প্রতিযোগীতা অনুষ্ঠিত

By বাফেলো বাংলা , in Blog Buffalo Bangla Events , at ডিসেম্বর 13, 2019

বাফেলো বাংলা ডেস্ক: গত ৩০ শে নভেম্বর শনিবার দারুল উলুম আল-মাদানিয়া বাফেলো কর্তৃক আয়োজিত ‘ বার্ষিক হিফস্ প্রতিযোগীতা ’ অনুষ্ঠিত হয় জাকারিয়া মসজিদে । ছেলেদের প্রতিযোগীতা ৫টি শ্রেণীতে অনুষ্ঠিত হয়।প্রথম শ্রেণীতে অংশগ্রহণকারী প্রতিযোগীরা ছিল ১০ বছর এবং তার চেয়ে কম বয়সি। তারা মুখস্ত ১ পারা কোরআন তেলওয়াত করে। দ্বিতীয় শ্রেণীর প্রতিযোগীরা ছিল ১১ থেকে ১২ বছর পর্যন্ত। তারা মুখস্ত ৫ পারা কোর-আন তেলওয়াত করে। তৃতীয় শ্রেণীতে ছিল ১৩ বছর থেকে ১৪ বছর ছেলেরা এবং তারা ১০ পারা কোরআন তেলয়াত করে। চতুর্থ শ্রেণীতে অংশ নেয় ১৫ থেকে ১৬ বছরের যুবকেরা এবং তারা ২০ পারা কোরআন মুখস্ত তেলওয়াত করে। ৫ম শ্রেণীতে অংশগ্রহনকারী প্রতিযোগীরা ছিল ১৭ থেকে ১৮ বছর পর্যন্ত এবং তারা ৩০ পারা কোরআন মুখস্ত তেলওয়াত করে।
এই প্রতিযোগীতায় আমেরিকা এবং কানাডা থেকে মোট ১৩টি মাদ্রাসা অংশগ্রহণ করে। তারা হল :

Darul Uloom Al-Madania Buffalo,NY, | Darul Uloom Canada Chatham, ON, | Darus Sunnah, America Inc. Brooklyn, NY, | ISAK Islamic Society of Akron and Kent, Ontario | Mus-lim Academy Cambridge, ON, |Aljazari Institute Peninsula,OH | Darul Quran Was Sunnah New York, NY | Darul Khalil Acad-emy, Buffalo,NY | Al Ihsan School Clevland, OH | NIC Academy  Buffalo,NY | Darul Rasheed Buffalo,NY | Darul Uloom Rahimiah Boston MA | Darul Uloom Zakariaya, Fort Wayne IN

প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে ‘ইয়াছির চৌধুরী’ এবং তৃতীয়শ্রেণীর প্রতিযোগীতায় প্রথম হয়েছে ‘উমার চৌধুরী’ । দুজনই দারুল কোরআন ওয়াসসুন্নাহর ছাত্র। প্রতিযোগীদের জন্য তাদের শিক্ষক এবং অভিবাকরে সকলের কাছে দোয় চেয়েছেন। আল্লাহ এই কোরআনের ছাত্রদের আরো সাফল্য অর্জনের তৌফিক দেন।উল্লেখ্য, দারুল উলুম আল মদিনা ইসলামিক শিক্ষা ভিত্তিক প্রতিষ্ঠান।

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।