Monday, December 4, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


দারুল কুরআন ওয়াস সুন্নাহ’র আয়োজন :হালাল খাবার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

By বাফেলো বাংলা , in Blog Buffalo Bangla , at মার্চ 13, 2020

বাফেলোবাংলা রিপোর্ট: দারুল কুরআন ওয়াস সুন্নাহ বাফেলো’র উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারী শনিবার ৫৮০ ওয়ালডেন এভিনিউতে এক সেমিনার অনুষ্ঠিত হয়। হালাল খাবার; বিশেষ করে জবেহ বিষয়ক হালাল খাবার নিয়ে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় মুফতি বুরহান এবং অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা ফাইয়াজ আহমাদ চৌধুরী।


বাদ মাগরিব অনুষ্ঠিত সেমিনারে প্রায় তিন শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। প্রধান অতিথি মুফতি রুহুল আমিন, মুফতি বুরহান সহ অন্যান্য ওলামায়ে কেরাম জবেহ বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, যেহেতু মেশিন দ্বারা জবেহ’র মধ্যে সন্দেহ রয়েছে। তাই হাতে জবেহ করা পশু-পাখির গোশত খাওয়া তাওয়াবান মুসলমানদের দায়িত্ব।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ‘দারুল কুরআন ওয়াস সুন্নাহ বাফেলো’ প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে।বর্তমানে মাওলানা ফাইয়াজ আহমাদ চৌধুরী সহ কয়েকজন শিক্ষক রয়েছেন। এখানে ফুলটাইম আলেম কোর্স, হিফজুল কুরআন এবং হোম এডুকেশনের ব্যবস্থা রয়েছে।ফাইয়াজ আহমাদ জানান, প্রতি বছর রমজান মাস থেকে সেশন শুরু হয়। বর্তমানে ভর্তি চলছে। আগামীতে মেয়েদের শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।