Monday, October 2, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


পুলিশের কার্যক্রম ও সচেতনা বৃদ্ধির জন্য ৬ সাপ্তাহের প্রশিক্ষণের সুযোগ

By বাফেলো বাংলা , in Uncategorized , at নভেম্বর 28, 2019

বাফেলোবাংলা রিপোর্ট: বাফেলো পুলিশের কার্যক্রম ও সচেতনা বৃদ্ধির জন্য ৬ সাপ্তাহের প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে পুলিশ এন্ড সিটিজেন একাডেমি। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার ২২ অক্টোবর বাফেলো সিটির নাগরিকদের জন্য ওপেন হাউজ করেছে। এ সময় বাফেলো পুলিশ কে নাইন, ৯১১, আন্ডার ওয়াটার রিকবারি ইউনিট, সোয়াত টিম, ডিটেকটিভ টিম , ট্রাফিক ইউনিট এবং নেইভারহুড এ্যাংগেইজমেন্ট বিভাগের কার্যক্রম প্রদর্শন করেছে। এতে বাফেলো পুুলিশের ডেপুটি কমিশনার বারবারা লার্ক ও নেইভারহুড এ্যাংগেইজমেন্ট ক্যাপ্টেন স্টিবস নিকলসসহ পুি লশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওপেন হাউজে বেশকয়েকজন বাংলাদেশীও অংশ নেন।
নেইভারহুড এ্যাংগেইজমেন্ট ক্যাপ্টেন স্টিবস নিকলস জানান, বাফেলোতে বসবাসকারী নাগরিক ও পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি করার জন্য পুলিশ এন্ড সিটিজেন একাডেমি কাজ করে যাচ্ছে। একইসঙ্গে নাগরিকদের মাঝে সচেতনা সৃষ্টির জন্য ৬ সাপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। আগামী এপ্রিল থেকে প্রতি মঙ্গলবার ৩ ঘন্টা করে প্রশিক্ষণ দেয়া হবে। এজন্য মার্চ থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।