বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে :যুক্তরাষ্ট্র বাফেলো আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্র বাফেলো আওয়ামী লীগের উদ্যোগে ১০-ই জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭.০০ টায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ১০২৩ ফিলমোর এভিনিউ এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনু-ষ্ঠিত হয়। বাফেলো আওয়ামী লীগের আহবায়ক এম.মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ আহমেদ-এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে টেলিফোনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রাহমান। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু-জিবুর রাহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমাদের বাঙ্গালী জাতি তথা বিশ্ববাসীর কাছে এক ঐতিহাসিক দিন-আজকের এই দিনে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু-জিবুর রাহমান দেশ স্বাধীন করেছিলেন বিধায় আমরা আজ বিশ্বের সর্বত্র বাংলাদেশী স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারছি। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বাফেলো আওয়ামী লীগের আহবায়ক কমিটির সকল কার্যক্রমকে অভিনন্দন জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আহবায়ক কমিটির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়া হবে বলে তিনি তার বক্তব্যে বলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাফেলো আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিন। যুগ্ম-আহবায়ক তপন লস্কর। যুগ্ম-আহবায়ক আলী হোসেন কাজল। যুগ্ম-আহবায়ক এম.ডি আব্দুন নূর। যুগ্ম-আহবায়ক রাকিবুল হাসান রুবেল। যুগ্ম-আহবায়ক আফসার হোসেন।যুগ্ম-আহবায়ক মিজান আর মিজান। যুগ্ম-আহবায়ক দুদু মিয়া। সদস্য মো: খালেদ মল্লিক। আওয়ামী লীগ নেতা আফসারুজ্জামান বাপ্পি। যুক্তরাষ্ট্র বাফেলো ছাত্রলীগের সভপতি রাশেদুল ইসলাম।
সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সভায় স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি
Comments