Monday, October 2, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


বাংলাদেশীদের চিকিৎসার ‘বাতিঘর’ বাফেলো মেডিকেল কেয়ার, পিসি

By বাফেলো বাংলা , in Uncategorized , at ডিসেম্বর 8, 2019

নুরুল করিম: জাবের খান একজন চিকিৎসক। একজন সমাজ সেবক।নিবেদিতপ্রাণ এক সরলপ্রকৃতির মানুষ।নিউইয়র্ক শহরে বাংলাদেশী মানুষদের পদচারণার ইতিহাস অনেক পুরনো হলেও মূলত: নব্বই দশক থেকে নিউ-ইয়র্ক সিটির আনাচে-কানাচে বসতি গড়ে বাংলাদেশীরা। বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশীদের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে বলেই কথিত। আর এ তিন লাখ বাঙালীর সচেতন অধিকাংশ মানুষ ডা. জাবের খানের কথা জানেন এবং তাঁকে একজন আন্তরিক স্বাস্থ্য সেবাদানকারী মানুষ হিসেবেই চিনেন। নিউইয়র্ক শহরে ডা. জাবের খানের কয়েকটি অফিস রয়েছে।তিনি সেখানে বেশ ব্যস্ত। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে নিউইয়র্ক সিটির মানুষরা যখন বাফেলো শহরে বসতি গড়তে শুরু করে এবং দিন দিন এ সংখ্যা বাড়তে থাকে। তখন জাবের খান বাংলাদেশী প্রবাসীদের স্বাস্থ্য সেবার কথা ভাবেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। ভাষা সমস্যা, ইন্সুরেন্স নিয়ে জটিলতা; এমনকি যারা ডকুমেন্টহীন তাদের স্বাস্থ্য সেবা পেতে বিড়ম্বনার শেষ নেই। এসকল সমস্যা বাফেলোর বাংলাদেশ কমিউনিটিতে এখনো বর্তমান। তাই তিনি গ্রেটার বাফেলো’তে নবাগত বাংলাদেশীদের সহযোগিতার মানসে সিদ্ধান্ত নেন বাফেলো শহরে তাঁর চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণের। জাবের খান প্রথম ব্যক্তি যিনি অনিশ্চয়তা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মাথায় নিয়ে বাফেলোর বাংলাদেশীদের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে বাফেলো মেডিকেল কেয়ার, পিসি প্রতিষ্ঠা করলেন। বাফেলোর বাংলাদেশীদের ইতিহাসে এ প্রতিষ্ঠানটি প্রথম স্বাস্থ্যকেন্দ্র- বাংলাদেশীদের চিকিৎ-সার ‘বাতিঘর’। 

বাফেলো মেডিকেল কেয়ার, পিসি প্রথম বছরের দেয়াল ছুঁই ছুঁই করছে। গেল বছর ফেব্রুয়ারীতে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ইতিমধ্যে প্রায় সহ¯্র মানুষ চিকিৎসা সেবা নেয়ার জন্যে রেজিস্ট্রেশন করেছেন বলে জানান প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তকর্তারা। ২২০০ জেনেসি স্ট্রীট, বাফেলো’র এ প্রতিষ্ঠানে ব্লাড টেস্ট, ই.কে.জি, মহিলাদের জন্যে পেপ টেস্ট, মেমোগ্রাম, ফ্লু শট সহ সব ধরনের ভেকসিন সেবা দেয়া হয়। আপাতত: মেমোগ্রাম সেবা মাসে একদিন দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানান। এ ব্যাপারে ৭১৬-৮৯৫-২২০০, ৭১৬-৮৯৫-৫০০০ এবং ৭১৬-৮৯৫-৩০০০ নাম্বারে ফোন করে এপয়েনমেন্ট নেয়ার সুযোগ রয়েছে। তারা আরো জানান যে, শুধু ঈদের ছুটি ছাড়া বাফেলো মেডিকেল কেয়ার কখনোই বন্ধ রাখা হয় না। সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪:৩০ থেকে ৮টা পর্যন্ত। শুক্র, শনি এবং রবি; এ তিনদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে চিকিৎসার এ বাতিঘর।

চিকিৎসা সেবা নেয়া মানুষের সংখ্যা হাজারের কোটা স্পর্শ করলেও নতুন রোগীদের রেজিস্ট্রেশনের সুবিধা এখনো উন্মুক্ত রয়েছে। এছাড়াও সবার জন্যে চি-কিৎসার সুযোগের দ্বার উন্মুক্ত রেখেছেন ডা.জাবের খান। তাঁর প্রতিষ্ঠান থেকে যেন কোন রোগী ফিরে না যায় সে নির্দেশনাও দিয়েছেন টিমকে। আর তাই বাফেলো মেডিকেল কেয়ারে সব ধরনের ইন্সুরেন্স নেয়া হয়। যাদের কোন ইন্সুরেন্স নেই নামমাত্র ফি নিয়ে তাদেরকেও গুরুত্বের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান। এমনকি গ্রেটার বাফেলোতে অনুষ্ঠিত বাংলাদেশীদের পিকনিক সহ প্রায় সব ধরনের বড় সমাবেশে বাফেলো মেডিকেল কেয়ার নিজেদের স্টল বসিয়ে মানুষদের সেবাদান অব্যাহত রেখেছে। এ প্রতিষ্ঠান অনুষ্ঠানগুলোতে ব্লাড প্রেসার, সুগার এবং অন্যান্য চিকিৎসা সেবা বিনামূল্যে দিয়ে থাকে। 

বাংলাদেশীদের ভাষার কথা চিন্তা করে সে ব্যবস্থাও রাখা হয়েছে বাফেলো মেডিকেল কেয়ারে। বাংলা ভাষা সহ অন্যান্য ভাষাভাষীরাও নিজেদের ভাষায় কথা বলে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। ডা. জাবের খান ছাড়াও এ প্রতিষ্ঠানে ডা. কামরুন্নেসা রহমান, এমডি. রয়েছেন, যিনি ২০ বছরের অধিক সময় থেকে চি-কিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি নিজেও বাংলা ভাষায় কথা বলেন। এছাড়াও রয়েছেন ডা. গোলাম ওয়ারিস, এমডি.; তিনি বিগত ১৬ বছর ধরে প্যাকটিস করছেন। নিম্নে চিকিৎসকদের সংক্ষিপ্ত পরিচিতি ইংরেজীতে তুলে ধরা হল-

Dr. Zaber Khan, MD
Zaber Khan is a family medicine doctor. Dr. Khan earned his medical degree from the Dhaka Medical College and Hospital in Bangladesh. He then immigrated to the United States and completed his residency program at the Brooklyn Hospital Center in New York. Dr. Khan is certified by the American Board of Internal Medicine and affiliated with the Maimonides Medical Center in Brooklyn, NY. His medical career is colored by many outstanding contributions to medicine in the form of various re-search studies and publications that have earned him several honors and recognition. Dr. Khan has had extensive experience managing and treating a variety of illnesses. Some of the procedures he offers include annual physicals, blood work, pre-surgery consultations, and diagnosing and treating sexually transmitted diseases. Dr. Khan speaks English and Bengali fluently.

Dr. Qamrunnisa Rahman, MD is a family medicine doctor in Amherst, New York and is affiliated with multiple hospitals in the area, in-cluding Kenmore Mercy Hospital and Sisters of Charity Hospital of Buffalo. She received her medical degree from Dow University of Health Sciences and has been in practice for more than 20 years.
Dr. Golam Waris, MD is an internal medicine specialist in Buf-falo, NY and has been practicing for 16 years. He graduated from Chit-tagong Medical College in 1988 and specializes in internal medicine.

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।