Wednesday, June 7, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


“বাফেলো’র ‘ফ্রেন্ডস অফ নাইট পিপল” অভাবীদের অন্নদানের এক ধারাবাহিক প্রক্রিয়া

By বাফেলো বাংলা , in Blog Buffalo Bangla , at জানুয়ারী 11, 2020

বাফেলোবাংলা রিপোর্ট: বাফেলো শহরে অভাবী মানুষদের যারা প্রতিদিন বিভিন্ন স্বাদের খাবার সরবরাহ করছে তাদের মধ্যে অন্যতম ‘ফ্রেন্ডস অফ নাইট পিপল’ সংস্থা। শহরের ডাউন টাউনের এলেন এবং হাডসন স্ট্রীটের কর্ণারে এ প্রতিষ্ঠান থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০জন অভাবীদের খাবার সরবরাহ করা হয়।সপ্তাহের দু’দিন লাঞ্চ এবং ডিনার ও অন্যান্য দিনগুলোতে ডিনার পরিবেশন করা হয়।
ইস্ট সাইডের নিভৃতচারী সমাজ কর্মী মোহাম্মদ ইফতেখার আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফ্রেন্ডস অফ নাইট পিপল একটি নন মুসলিমদের সেবামূলক প্রতিষ্ঠান হলেও ইস্ট সাইডের মাদানিয়া কমিউনিটি সহ অন্যান্য মুসলিমরা এ সেবামূলক কর্মকান্ডে শরিক রয়েছেন।ইফতেখার আহমেদ বলেন, মাদানিয়া কমিউনিটির পক্ষ থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার অভাবীদের জন্য খাবার সরবরাহ করা হয়। ৩৯৪ হাডসন স্ট্রীটে ‘ফ্রেন্ডস অফ নাইট পিপল’ সংস্থার কর্মসূচিতে শরীক হওয়ার জন্য বাংলাদেশী কমিউনি-টির সহৃদয় ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া যেতে পারে।

bn_BDBengali