বাফেলোর স্কুল স্পিড জোনের নতুন সময় অনুমোদনের বিল পাশ
বাফেলো বাংলা ডেস্ক :বাফেলোর স্কুল স্পিড জোন প্রোগ্রামের নতুন প্রয়োগের সময়গুলি এখন অফিসিয়াল, ব্রাউন প্রশাসন এবং নগর আইন প্রণেতাদের মধ্যে প্রায় বছরের দীর্ঘকালীন বিরোধের অবসান ঘটছে।
৭-২ ভোটে নতুন সময়ের বিল পাশ হয়। নতুন সময় হল সকাল ৭:৩০ মিনিট থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ২:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ।