Monday, October 2, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


যোগসূত্র তৈরি, অর্থনৈতিক সাফল্য ও ব্যক্তিগত বিকাশ যার লক্ষ্য- ‘বাফেলো দেশী’ একটি ব্যতিক্রমী সংগঠন

By বাফেলো বাংলা , in Blog Buffalo Bangla , at জানুয়ারি 7, 2020

আবুল হক মুরাদ: বাফেলোতে ২০১৭ সালে Educating, Exploring and Bridging এই প্রত্যয় নিয়ে ‘বাফেলো দেশী’ সংগঠনের পথ চলা শুরু হয়। আমেরিকাতে বেড়ে উঠা কিছু প্রফেশনাল যুবক এই
সংগঠনের আত্মপ্রকাশ ঘটান। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাফেলোতে বসবাসকারী দক্ষিণ এশিয়ার অভিবাসীদের মূলধারার সমাজের সাথে যোগসূত্র তৈরি এবং অর্থনৈতিক সাফল্য ও ব্যক্তিগত বিকাশের সম্ভাবনা উন্নতিতে সহায়তা করা। এছাড়া আমরা কমিউনিটিকে বিভিন্ন সামাজিক সংস্থার সাথে সু-সম্পর্ক তৈরিতে সাহায্য করব।
সংগঠনের উদ্দেশ্যকে সফল করতে বাফেলো দেশী গত বছরগুলোতে সংগঠনের বিভিন্ন কর্মপন্থা নির্ধারনের সাথে সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যায়। তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে বাফেলোতে বাংলাদেশীদের সর্বপ্রথম বাংলা সংবাদপত্র “বাফেলো বাংলা” পথ চলা শুরুতে সহায়তা করা। ইতিমধ্যে “বাফেলো বাংলা” বাংলাদেশী সহ মূলধারার মাঝে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। বাফেলো দেশী বাংলাদেশী কমিউনিকে স্বাস্থ্য সচেতনতার জন্য বিভিন্ন হেলথ সেমিনারের আয়োজন করে। এই সেমিনারে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশীদের মধ্যে জনপ্রিয় ডাক্তার এবং বাফেলো দেশীর ভাইস প্রেসিডেন্ট ডাঃ ফাহিম তাজওয়ার। পাশাপাশি গত দু’বছরে বাংলাদেশী কমিউনিটিকে স্থানীয় সরকার প্রধানদের সাথে সু-সম্পর্ক গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিছুদিন আগে স্থানীয় বাংলাদেশী নেতৃবৃন্দকে নিয়ে বাফেলোর এফ,বি,আই এর প্রতিনিধির সাথে বিভিন্ন সম্ভাবনা এবং সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা করে।
বাফেলো দেশী ২০১৯ সালের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশী জনশক্তিকে ভোট দেয়ার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য উদ্ভুদ্দ করে। এছাড়াও বাফেলোতে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধকে সামনে রেখে স্থানী পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভার আয়োজন এবং অবিরত কাজ করে যাচ্ছে বাংলাদেশীদের নিরাপত্তার জন্য। বাফেলো দেশী Community Safety and Security ডিপার্টমেন্ট ডাইরেক্টর মোঃ ফজলুল করিম রনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাফেলো পিডি কমিউনিটি এফেয়ার্সের সাথে। তিনি বাংলাদেশীদের Buffalo PD Reserved  এ যোগদানের ক্ষেত্রে মুখ্যমভূমিকা পালন করছেন। কমিউনিটির স্যাইফটির জন্য Community Patrol তৈরি কাজ করে যাচ্ছেন।তাছাড়াও বিভিন্ন মসজিদে স্যাইফটি এবং সিকিউরিটি বিষয়ক সেমিনারের আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
বাফেলো দেশী বাফেলোতে বাংলাদেশী বিভিন্ন সামাজিক সংগঠনসহ স্থানীয় অন্যান্য সংগঠনের সাথে মতবিনিময়ের মাধ্যমে সু-সম্পর্ক বজায় রাখবে। বাফেলো দেশী ২০২০ সালে বিভিন্ন গঠনমূলক কর্মসূচীর মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগষ্ঠিকে শিক্ষা ও চিন্তার সম্প্রসারনের মাধ্যমে মূল ধারার সাথে সেতু বন্ধনের কাজ করে যাবে।

Buffalo Desi Board of Directors :
Mohammed Nurul Karim – President
Dr. Fahim Tazwar – Vice-President
Md Fazlul Karim Rony – Board Secretary
Mohammed Ensad- Board Member
Abul Hoque Murad – Board Member

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।