Monday, October 2, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


বাংলাদেশ সোসাইটি অফ বাফেলো’র আয়োজনে ২৮-২৯ নভেম্বর ফিলমোরে বাংলাদেশ কনস্যুলেট সার্ভিস

By বাফেলো বাংলা , in Blog , at নভেম্বর 27, 2019

বাফেলোবাংলা রিপোর্ট: বাফেলোবাসীর সুবিধার্থে আগামী ২৮ ও ২৯ নভেম্বর, বৃহস্পতি ও শুক্রবার ভ্রাম্যমান বাংলাদেশ বাফেলো, নিউইয়র্ক ইনক্ । সংগঠনের সভাপতি ফয়জর রহমান এবং সাধারণ সম্পাদক বুরহান আলী জানান, ৯৯৫ ফিলমোর এভিনিউস্থ বাফেলো মুসলিম সেন্টার, কনফারেন্স হলে কনস্যুলেট সার্ভিসের সুবিধা পাবেন বাংলাদেশীরা। তাঁরা জানান, ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পযর্š Í এবং ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা নতুন পাসপোর্ট, নোভিসা রিকোয়াডর্, বার্থ সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্বের সেবা নিতে পারবেন। এছাড়াও ফটো তোলা, ফটোকপি ও মানি অর্ডারের ব্যবস্থা থাকবে বলে জানান তারা। সার্ভিসের ফি সমূহের মধ্যে নতুন পাসপোর্ট ১১০ ডলার, নো ভিসা রিকোয়ার্ড ৫০ ডলার, পাওয়ার অফ এটর্নী ৮২.৫০, বার্থ সার্টিফিকেট- ৬ ডলার এবং ডুয়েল সিটিজেনশিপ ও অন্যান্য সার্ভিস ৭৭ ডলার। সার্বিক সহযোগিতায় রয়েছে- বাফেলো বাংলা, ওয়েলকেয়ার, বাফেলো ক্যালজোন্স, আলাদীন গ্রীল হাউস এবং ইউনিক প্লাস এন্টারপ্রাইজ।
বাংলাদেশ সোসাইটি অফ বাফেলো নিউইয়র্কের সভাপতি ফয়জুর রহমান এবং সাধারণ সম্পাদক বুরহান আলী সবাইকে নির্দিষ্ট তারিখ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সুবিধা গ্রহণের আহবান জানান।

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।