Monday, December 4, 2023
First Bangla Newspaper In Buffalo,NY


IRS কেন ট্যাক্স অডিট করে

By বাফেলো বাংলা , in Blog Tax , at মার্চ 16, 2020

হাসান ফয়সল: ট্যাক্স অডিট একটি আতংকের নাম, কারণ এটি হ্যান্ডেল করা খুবই জটিল।আবার সব ট্যাক্স অডিট কিন্তু এক রকম নয়। বিভিন্ন কারণে IRS কিংবা স্টেট ট্যাক্স অথরিটি অডিট করতে পারে। প্রত্যেক বছরই অডিটের হার বাড়তেছে। অডিট সাধারণতঃ তিন ধরণের হয়, একটি ডেস্ক অডিট এবং অন্যটি দুটি হলো ফিল্ড অডিট ও অফিস অডিট। ডেস্ক অডিট হলো  IRS অথবা স্টেট বিভিন্ন ডকুমেন্ট চাইবে এবং চিঠির মাধ্যমে সবগুলো ডকুমেন্ট পাঠাতে হবে। ফিল্ড অডিট হলো আপনার বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আপনার ট্যাক্স প্রফেশনালের অফিসে IRS থেকে অডিটর এসে অডিট করতে পারে । অফিস অডিটের জন্য আপনাকে IRS অফিসে ডাকা হতে পারে এবং IRS প্রদত্ত টাইমে সুনির্দিষ্ট ডকুমেন্টস সাথে আনতে হবে। ফিল্ড অডিট খুবই বিপদজনক। আপনি যদি একুরেটলি এবং সততার সাথে আপনার রিটার্ন কমপি ট করেন তাহলে অডিটের সম্ভাবনা কমে যায়। সাধারণত বিসনেস অডিট বেশি হয়। পার্সোনাল রিটার্নের ক্ষেত্রে ইনকাম যদি বেশি হয় এবং ডিডাকশন যদি বেশি নেয়া হয় তাহলে ও বেশি অডিট হয়। IRS মূলত ট্যাক্স গ্যাপ (‘রিপোর্টেড ইনকাম এবং অ্যাকচুয়াল ইনকাম’) কমানোর উদ্দেশ্য অডিট পরিচালনা করে থাকে। মাঝে মাঝে রেন্ডমলি আবার মাঝে মাঝে সন্দেহজনক এক্টিভিটির ভিত্তিতে অডিট সিলেক্ট করা হয়। রেন্ডমলি যে অডিট হয় সেটি এভোয়েড করা যায় না আর বাকী অডিটগুলি সতর্কতা অবলম্বনের মাধ্যমে এভোয়েড করা সম্ভব। আমরা যেমন ট্যাক্স প্রতারণার বিরুদ্ধে ঠিক তেমনি আবার অনর্থক ট্যাক্স পে করার ও বিরুদ্ধে। ট্যাক্স এক্সপার্টগণ বলেছেন সাধারণত ৮টি করণে ট্যাক্স অডিট সব চেয়ে বেশি হয়। সেগুলো হলো : (১) আজকাল ডিজিটাল কারেন্সী (বিটকয়েন) দ্বারা লেনদেন হয়। ডিজিটাল কারেন্সী ট্যাক্সেবল। যদি সঠিক ভাবে রিপোর্ট না করলে IRS সহজেই ক্যাচ করতে পারে। (২) আপনি যদি কোনো কারণে ইনকাম রিপোর্ট করতে মিস করেন যেমন W2, 1099 । কারণ থার্ড পার্টি রিলেটেড ইনকাম ডকুমেন্ট আপনার কাছে আসার আগেই IRS এর কাছে পৌঁছে যায়। যখন আপনার রিপোর্টেড ইনকাম IRS এর রেকর্ডের সাথে ম্যাচ না করলে আপনার রিটার্নটি অডিট হবে। (৩) ম্যাথ এররের কারণে আপনার রিটার্নটি অডিট হতে পারে। ম্যাথ এরর হলো টাইপিং মিসটেক, ভুল ক্যালকুলেশন, ইন্কারেক্ট সোশ্যাল সিকিউরিটি এন্টার। (৪) সেলফ এমপ য়েড ট্যাক্স পেয়ার অডিট বেশি হন। কারণ অনেক সময় কম ইনকাম রিপোর্ট করা হয় অথবা বেশি এক্সপেন্স রিপোর্ট করার মাধ্যমে ট্যাক্স সুবিধা গ্রহণ করা হয়। (৫) আপনি যদি টানা তিন বছর বিজনেস লস সাবমিট করেন তাহলে অডিট রিস্ক হাই হয়ে যায়।তবে হবি লসের হিসাব আলাদা। (৬) অনেক সময় এক্সপেন্স শো করতে গিয়ে রাউন্ড ফিগার ব্যবহার করা হয়। রাউন্ড ফিগারের পরিবর্তে অ্যাকচুয়াল ফিগার ব্যবহার করে অডিট রিস্ক কমানো যায়। (৭) কার সাধারণত ১০০% বিজনেস ইউজ হয় না। কিছু অংশ পার্সোনাল ইউজ ও হয়।যদি ১০০% ইউজ দেখিয়ে ডেডাক্শন নেয়া হয় তাহলে অডিট রিস্ক বেশি হয়। (৮) আপনি যদি কম স্যালারির বিপরীতে লার্জ ডিডাকশন গ্রহণ করেন তাহলে আপনি IRS কর্তৃক অতিরিক্ত ভেরিফিকেশনে পরতে পারেন। আপনি যে প্রফেশনে আছেন সে প্রফেশনে শুধু মাত্র অর্ডিনারি এবং নেসেসারি এক্সপেন্স গ্রহণ যোগ্য। সাধারণত ৫টি মেথড এপা ই করে IRS অডিটের জন্য ট্যাক্স রিটার্ন সিলেক্ট করে। (১) এবিউসিভ ট্যাক্স এভয়ডান্স ট্র্যান্সজেক্শন : ট্যাক্স এভয়েড করা লিগ্যাল কিন্তু আপনি যদি এবিউজ করে ট্যাক্স এভয়ডান্স ট্র্যান্সজেক্শনে জড়িত থাকেন আপনার ফাইলটি অডিটের জন্য সিলেক্ট হতে পারে। (২) কম্পিউটার স্কোরিং : IRS এর কম্পিউটার প্রোগ্রাম আছে যেটি প্রত্যেকটি ট্যাক্স রিটার্নকে স্কোর প্রদান করে। স্কোর বেশি হলে অডিটের জন্য সিলেক্ট করা হয়। এই স্কোরিং সিস্টেমের মাধ্যমে আন্ডার রিপোর্টেড ইনকাম এবং আয় ও ব্যায়ের রেসিও খুঁজা হয়। (৩) লার্জ কর্পোরেশন : IRS  ঐতিহ্যগত ভাবে প্রতি বছর অনেকগুলো বড় বড় কর্পোরেশনকে অডিট করে থাকে। (৪) ইনফরমেশন ম্যাচিং : ট্যাক্স রিটার্নের ইনকামের সাথে যদি IRS এর ইনকামের রেকর্ডের ম্যাচ না হলে IRS এর সিস্টেমে রেড ফ্ল্যাগ আসে। রেড ফ্ল্যাগ আসলে ই অডিট করা হয়। (৫) রিলেটেড পার্টিস : ট্যাক্স রিটার্নটি যদি অন্যান্য ট্যাক্স পেয়ারের সাথে সম্পর্ক যুক্ত থাকে যেমন বিজনেস পার্টনারস, ইনভেস্টরস তাহলে অডিটের জন্য সিলেক্ট হতে পারে। যেকোনো প্রকারের অডিটের জন্য IRS ট্যাক্স পেয়ারকে চিঠি পাঠাবে এবং চিঠিতে উল্লে খ থাকবে কেন ফাইলটি অডিট করা হচ্ছে। ডেডলাইন শেষ হওয়ার আগেই ট্যাক্স পেয়ারকে রিপ্ল াই করতে হবে। যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় তাহলে চিটির মাধ্যমে IRS এর কাছে ৩০ দিন এক্সটেনশনের আবেদন করা যেতে পারে। একটি অডিট থেকে ৩ ধরণের ফলাফল আসতে পারে। প্রথমেই, IRS আপনার ট্যাক্স রিটার্নের ইনফরমেশনগুলো ভেরিফাই করবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে অডিট প্রসেস শেষ করে দিবে। দ্বিতীয়তঃ আপনার রিটার্ন চেঞ্জ করে রৎং অতিরিক্ত ট্যাক্স, ইন্টারেস্ট এবং পেনাল্টি আরোপ করতে পারে। এর এগেইনস্টে আপনার যদি কোনো প্রমান না থাকে তাহলে আপনি IRS এর দাবীকৃত এমাউন্ট পে করার মাধ্যমে অডিট প্রোসেসের ইতি টানতে পারেন। তৃতীয়ত আপনি যদি IRS এর সিদ্ধান্তের সাথে একমত না হোন তাহলে ডিসপিউট করতে হবে এবং সেক্ষেত্রে রিকোয়েস্টের মাধ্যমে ইন পারসন  IRS ম্যানেজারের সাথে সকল সাপোর্টিং ডকুমেন্টস সহ কনফারেন্স করতে পারেন। অডিট চলা অবস্থায় কিছু পরামর্শ হলো : ট্যাক্স রিটার্নের সাথে সম্পর্ক যুক্ত সকল রেকর্ডস অর্গানাইজ করা। IRS যে পাপার্স গুলো চেয়েছে শুধু মাত্র সে গুলো সাব্মিট করা, কখনো অতিরিক্ত ডুকুমেন্ট প্রোভাইড করা উচিত হবে না। IRS যে প্রশ্নগুলো জানতে চাইবে শুধু মাত্র সেগুলোর ব্রীফলি উত্তর দিতে হবে, অতিরিক্ত উত্তর থেকে বিরত থাকতে হবে। অডিটরকে কখনো অরিজিনাল ডকুমেন্ট দিবেন না শুধু মাত্র কপি সরবরাহ করবেন। আর যে যে কপি দিয়েছেন সেগুলোর লিস্ট রাখবেন। অডিটরের সাথে কখনো ক্যাজুয়াল কনভার্সেশনে জড়াবেন না বা আর্গুমেন্ট করবেন না, কারণ আপনার প্রতিটি কমেন্ট রেকর্ড হয়, এর ফলে অডিট প্রসেস কমপ্লে ক্স হয়। অডিট প্রসেস শেষ হলে যদি অডিটর আপনার উপর ট্যাক্স আরোপ করেন, তাহলে এজেন্সী আপনাকে বিল পাঠাবে। যদি পে না করেন, আরো একবার বিল পাঠাবে। তার পর IRS কালেকশন প্রোসেস শুরু করবে। IRS প্রথমেই ট্যাক্স রিফান্ড হোল্ড করবে এবং ওয়েজ গার্নিশ অথবা প্রপার্টি সিজড করতে পারে। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ ৬৪৬-৭৩০-৭৩২১.

Comments


মন্তব্য করুন


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।