৩ মে শনিবার রাতে বাফেলোর ১২০ আলেকজান্ডার এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে রওজাতুল জান্নাত মাহিয়া ও ডা. মোমিন উল ইসলামের বিবাহোত্তর সংবর্ধনা। এই আয়োজনে অংশ নেন বাফেলোর শতাধিক প্রবাসী বাংলাদেশি।

নববধূ রওজাতুল জান্নাত মাহিয়া হলেন মোঃ শফিকুল ইসলাম মিলন ও মনিরা বানুর কন্যা। বর ডা. মোমিন উল ইসলাম, টেক্সাসের ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম ও ফেরদৌস ফাতিমা ইসলামের পুত্র।

অনুষ্ঠানে অতিথিরা নবদম্পতির জন্য দোয়া করেন এবং একটি শান্তিময়, সফল দাম্পত্য জীবনের কামনা করেন। পরে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবার। অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানটি ছিল বাফেলোর প্রবাসী সমাজে এক দৃষ্টান্তমূলক ও আবেগঘন আয়োজন।